ইন্ডিয়ার তথা এশিয়ায় প্রথম ভার্চুয়াল মাধ্যম মেটাভার্সে বিয়ে করলেন তামিলনাড়ুর দীনেশ শিবকুমার পদ্মাবতী এবং জনগানন্দিনী রামস্বামী।

নিজেদেরকে হ্যারি পটার ভক্ত বলে দাবি করেন এই দম্পতি; তাই বিয়ের জন্যেও হগওয়ার্ট থিমকে বেছে নিয়েছেন তারা। এ বিয়েতে যোগ দেওয়ার জন্য অতিথিরা নিজেদের মোবাইল, ল্যাপটপ আর ট্যাব ব্যবহার করেছেন যার যার বাসস্থান থেকে। এর মাধ্যমেই ভার্চুয়ালি তারা রিসেপশনে পৌঁছে যান।
মেটাভার্স প্রযুক্তিতে পুরো বিয়ের ডিজাইন ও হোস্টিং করতে ১ লাখ ৫০ হাজার রুপী খরচ হয়েছে এই দম্পতির।অতিথিরা সবাই এই হগওয়ার্ট থিমের ভেন্যু ঘোরাঘুরির সময় নিজেদের ইচ্ছামত ভার্চুয়াল অবতার ও পোশাক ধারণ করতে পেরেছিলেন।মেটাভার্স বিয়ে নিয়ে সবচেয়ে অভিনব যে সুবিধাটি বের করেছেন দীনেশ, সেটা শুনলে যে কেউ চমকে যাবেন আবার একই সাথে আবেগাপ্লুত হবেন।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা জনগানন্দিনীর মৃত বাবাকেও দেখতে পেয়েছেন আর তার সাথে ভার্চুয়ালি কথাবার্তা বলতে পেরেছেন! দীনেশ ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়গুলো নিয়ে কাজ করতে ভালোবাসেন। তিনি বলেন, “আমার শ্বশুর গত বছরের এপ্রিলে মারা গেছেন। তাই আমি তার থ্রিডি অবতার তৈরি করেছি যা উনার মতো দেখতে এবং তিনি অনুষ্ঠানে আমাদের দুজনকে আশীর্বাদ করেছেন। এটা মেটাভার্সের মাধ্যমেই সম্ভব।
“মেটাভার্স হলো এমন একটি ভার্চুয়াল থ্রিডি পরিবেশ যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা সবাই একত্রিত হতে পারে আর সবাই যার যার সাথে মিথস্ক্রিয়া করতে পারে।”